Friday, August 22, 2025
HomeScrollমে মাসে শুক্রের রেবতী নক্ষত্রে প্রবেশ, এই তিন রাশির জীবনে পরিবর্তন আসবে

মে মাসে শুক্রের রেবতী নক্ষত্রে প্রবেশ, এই তিন রাশির জীবনে পরিবর্তন আসবে

২০২৫ সালের মে মাসে শুক্রের রেবতী নক্ষত্রে প্রবেশ।  বুধের নক্ষত্র রেবতীতে ১৬ মে প্রবেশ করছেন শুক্রদেব। দৈত্যগুরুর নক্ষত্র গোচরের আর্থিক সাফল্যের মুখ দেখবে বহু রাশি (Astrology)। এই তিন রাশির জাতক-জাতিকারা (Zodiac Cycle) সবচেয়ে বেশি উপকৃত হবে।

 

বৃষ

শুক্র গ্রহ আপনার আর্থিক সৌভাগ্য বৃদ্ধি করবে। বাড়বে আয়। অপ্রত্যাশিত লাভের সুযোগ আসবে। লটারিতে লাভ পেতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি। পদোন্নতি, বেতন বৃদ্ধি। মান সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায় লাভ। নতুন বাহন ক্রয় করতে পারেন।

আরও পড়ুন- মেষ থেকে মীন, কেমন যাবে আপনার দিন?

মিথুন

শুক্র গ্রহ আপনার রাশিতে কর্মভাবে রয়েছে। কর্মক্ষেত্রের উন্নতির যোগ। বেতন বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রের পরিস্থিতি অনুকূল। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের স্বপ্ন সফল হবে। কর্মক্ষেত্রে মান সম্মান পদোন্নতির সুযোগ পেতে পারেন। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীরা ভালো লাভ পাবেন।

 

মীন

শুক্র গ্রহের প্রভাবে আপনার জীবনে সাফল্য। কর্মক্ষেত্রে উন্নতি। চাকরিক্ষেত্রে মান, সম্মান বৃদ্ধি। পদোন্নতি। ব্যবসায়ীদের সাফল্য লাভ। চাকরি ও ব্যবসা দুই ক্ষেত্রেই বাড়বে লাভের অঙ্ক। জীবনে ইতিবাচক প্রভাব পড়বে।  কোনও আর্থিক লগ্নিতে পাবেন সাফল্য। প্রেমের সম্পর্ক মধুর হবে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

 

Read More

Latest News